অনর্থক।।
হুসাইন আল কাজল
গল্প বলা শেষ হলে
মানুষ
ফিরে বাস্তবে।
যখন সিগারেট ফুঁকতে ফুঁকতে জীবনের হিসেব কষতে
থাকে
তখন
যোগফল, বিয়োগফল, ভাগশেষ হাওয়ায় উড়তে থাকে মনগড়া ভাবনা।
কি ভাবছ? ভেবে হয়না কিছু।যা পেয়েছ এমনিই পেয়েছ,
পাওনা ছিলো তা-ই।
ভাবতে ভাবতে অংকটা আজও যোগশূন্য
ভেবে
কে পেয়েছে কি কবে?
গল্প ফুরিয়ে এলে আমি হাঁটতে শুরু করি বাস্তবতায়, নতুন কোনো একটা গল্প বাঁচাতে।