কিভাবে সম্মান পাওয়া যায় বা সম্মানিত হওয়া যায় এই ব্যাপারে ১৫ টি পরামর্শ দিয়েছেন টোস্ট মাস্টার্স ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটের সাবেক ভাইস প্রেসিডেন্ট জিসিকা লেবুর।
১. এমন কিছু করুন যা সত্যি সত্যিই মানুষের কাজে লাগে।
২. কথা দিয়ে কথা রাখুন।
৩. দোষ না করলে দুঃখিত বলবেন না।
৪. ভুল করলে স্বীকার করুন এবং সংশোধন করুন।
৫. অন্যের সময় নষ্ট করবেন না।
৬. না জেনে মন্তব্য করবেন না,প্রয়োজনে চুপ থাকুন।
৭. অন্যের মতামতকে সম্মান দেখান।
৮. অহংকার করবেন না।
৯. অতি বিনয় পরিহার করুন।
১০. সৎ থাকুন
১১. কথা ও কাজে মিল রাখুন।
১২. সবসময় নিজের জ্ঞান ও দক্ষতা বাড়ানোর চেষ্টা করুন।
১৩. ইতিবাচক থাকুন ও অন্যদের অনুপ্রাণিত করুন।
১৪. আবেগের বদলে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিন।
১৫. সব সময় সত্যি কথা বলুন এবং সাহস প্রকাশ করুন।