রবিবার রাত সাড়ে ৩ টা দিকে ঢাকা স্পেশালিস্ট হাসপাতালে ছোট পর্দার অভিনেতা শাহবাছ সানী
মৃত্যু বরন করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
খবরটি প্রথমে নিশ্চিত করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব তার ফেুসবুক পোষ্টে । পোষ্টে তিনি লিখেন অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
শাহবাজ সানী অভিনয়টা শুরু করেছিলেন নির্মাতা ইমরাউল রাফাত এর ‘কাছে আসার পর’নাটক দিয়ে।
নির্মাতা ইমরাউল রাফাত আরও বলেন খুব দ্রুত সময়ে দর্শকদের প্রিয় হয়ে উঠেছেন এবং অর্জন করেছেন নির্মাতাদেরও আস্তাও। কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেছেন এবং যদিও চরিত্রাভিনেতা হিসেবে কাজ করে থাকেন তিনি।
অভিনেতা জিয়াউল ফারুক ও নির্মাতা ইমরাউল রাফাত দুজনই তার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন ।