বুধবার দুপুরবেলা ফার্মগেট সদস্য নবায়ন ও আলোচনা সভায় সাংবাধিকদের প্র্রশ্নের জবাবে মনের সন্দেহে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সরকার থেকে দল গঠন করলে মেনে নেবে না বিএনপি । তিনি এটি স্পষ্টভাষায় হুশিয়ারি দিয়ে বলেছেন।
তিনি আরও বলেন নিজেদের স্বার্থে অন্তবর্তী সরকার ফ্যাসিস্টদের মত আচরন শুরু করেছে। এটা দেশের মানুষের জন্য বিপদজনক। তিনি এও মন্তব্য করেন নতুন দলকে অবশ্যই বিএনপির পক্ষ থেকে স্বাগতম।
তিনি আরও সমালোচনা করে বলেন সরকার থেকে দল গোছানোর নানা পদ্বতি চালিয়ে যাচ্চে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দেশের মানুষ এসব নয়-ছয় মেনে নিতে রাজি নই।
উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্য সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেশের মানুষ মানবে না।