বেলা সাড়ে ১১ টার দিকে সামাজিক যোযাযোগ মাধ্যমে নিজর ফেসবুক ভেরিফায়েড পোষ্টে এ কথা তুলে ধরেন অন্তবর্তী সরকরের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া ।
তিনি জানান , দেশের সাধারন এবং বাংলাদেশের আপামর জনগন ফেসিবাধী সরকারকে নিজের জীবন বাজি রেখে বন্দুকের সামনে দাড়িয়ে পরা ছাত্র জনতার নেতৃত্বেই ফ্যাসিস্টদের পতন ঘটিয়েছে।
সেই সাথে তিনি আরও বলেন এটাই আমার জীবনের সবচেয়ে প্রাপ্তি ঐতিহাসিক লড়ায়ের ক্ষুদ্র অংশ হতে পেরেছি।
শহীদের আত্নত্যাগ যাতে বৃথা না যায় যতদিন বেচে থাকবো তা নিশ্চত করাই মুখ্য দায়িত্ব। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা , ছাত্র জনতার তুমুল আন্দোলনে ভারতে আশ্রয় নেয় খুনি হাসিনা ।
এর মাধ্যমে বাংলার জনগন জেল,জুলুম,নির্যাতন-নিপীড়ন এবং মানুষের বাকশক্তি ফিরে পায়।