অভিমুখী।।
হুসাইন আল কাজল
লোকটা হতাশা নিয়ে পৃথিবীর দিকে তাকিয়ে আছে।
পৃথিবী ঘুরছে, অবিরাম সময় পাল্টেছে, হাওয়া বইছে,
শত কোলাহল বিকট শব্দ কানে আসে।
তবুও লোকটা তাকিয়ে আছে, হতাশায়।
পৃথিবী কি জানে? লোকটার বুকে কি চলছে। কত কিছুই ঝড় ওঠে, থামে।
মরীচিকা, বিভীষিকা খেলে।
লোকটি কিছু বলছে না, কাউকে না। শুধু নিজেকে প্রশ্ন বাড়াচ্ছে।
অত:পর লোকটা জানালা খুলে দেখতে পেল ; দমকা বাতাসে ভেঙে যাওয়া জিগার গাছটি আবারো নতুন শাখা, কুড়ি গজাচ্ছে।
প্রকৃতির রূপ ধারণ করে হাসছে।
প্রকৃতি
প্রতিদিন হাসে-
মানুষ কেনো
হাসে না।
তারপর, লোকটা হতাশা আর নিতে চাইলো না, হতাশা কে বিদায় দিয়ে বলিল –
হতাশা তোমার বাড়ি কই?