সবার স্বপ্নপূরন হবে খুনিদের বিচার নিশ্চিত করতে পারলে : মাহফুজ আলম

Share

তারুন্যের উৎসব ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাধিকদের তিনি বলেন গুম, খুন ও আয়নাঘর শুরু হয়েছিল শেখ মুজিবুর রহমানের শাসন আমল থেকেই অন্তবর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

শেখ হাসিনা তার বাবার একনায়কতন্র বাস্তবায়নের জন্য মরিয়া হয়ে গুম, খুন ও আয়নাঘর চালু করে দেশের মানুষের কথা ভুলে গিয়েছিলেন। তার বাবা যেমন বিরোধীদের ওপর নির্যাতন শেখ হাসিনা সেই পথেই হেটেছেন।

শেখ হাসিনা প্রশাসনকে গুন্ডা বানিয়ে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছিলেন কিন্তু সুন্দর স্বপ্ন নিয়ে তরুণরা রাজপথে নেমে শেখ হাসিনার স্বপ্নকে মাটিতে মিশিয়ে দিয়েছেন। সবার স্বপ্নপূরন হবে খুনিদের বিচার নিশ্চিত করতে পারলে বললেন মাহফুজ আলম ।

মাহফুজ আলম আরও বললেন জাতিকে বাচাঁতে হলে শুধু নির্বাচন আর সংস্কার কাজ শেষ হবে না।
নতুন রাষ্ট গঠনের যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন অন্তবর্তী সরকার ।

সেই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন নয়া পল্টনে বুড়ো লিডারশীপ ও বড় বড় মিছিল দেখেছি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে পারেন নাই। কিন্ত তরুন ছাত্র জনতা তা দেখিয়ে দিয়েছে এবং হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তাই সকলের উচিৎ তরুনদের উজ্জীবিত করে রাখা।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *