অনিমেষ

Share

অনিমেষ

রাকিবুল ইসলাম

অনিমেষ
রাকিবুল ইসলাম

খুজিতে স্বার্থ,দৃষ্টিতে হযবরল
পড়েছে প্রেমে,দৃষ্টির কল্পানায় আসক্ত
নির্বোধ দৃষ্টি,আচরণে শিশু শিশু ভাব
দেখিয়া পাগল,অপজিটের কল্পনা মন

দেখিয়া কল্পনার মন আনন্দে সমস্তে কম্পন
ভাবমূর্তির কলাকৌশলে আসক্ত চোখের দৃষ্টি
দেখিয়া মাথাটা ততা,সেকেন্ডে সবকিছু উল্টাপাল্টা
মনের কি ভাবনা,মনে হয় চিরন্তন পরিচিত

আচরণে বেশ দৃষ্টিতে কড়া নজর
হেটে যায় এলোপাতাড়ি পায়ে
মন ছিড়ে যায় নুপুর এর গুঞ্জনে
আহ:রে ঘুম ভেঙ্গে যায় নিরব শব্দে।

স্থান: কথাকলি মার্কেট জামালপুর
সময়: 09:10
কলমে: রাকিবুল ইসলাম


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *