উষ্ণ ভালবাসা
তোমার মায়ায় ছুয়েছে মোর কোমল হৃদয়
চোখখানায় রয়েছে,কাছে টানার আর্কষণ
হাত খানা কোমলতার বিশাল ডিব্বা
কথায় রয়েছে,আজীবনের আশ্বাস।
দেখার নেশায় শরীরে হালকা জ্বর জ্বর ভাব
মনে হয় ডুবে আছি,আরাম প্রিয় উষ্ণ আবরনে।
কখন আসিবে কাছে,দেখিবো হৃদয় গুডায়ুন ভরে
ভীষণ উদাসীন,নেশা নেশা মাতাল ভালবাসায়।
আগ্রহ আশায় পাওয়ার নেশায় বিশ্বস্ত ভালবাসায়
ঘুমের ঘরে স্বপ্নের ছোয়া থাকুক,আজীবন প্রেমে
স্বপ্নের ছোয়া সরল মন ভাবনায় অস্থিরতা
বোকা মন বুঝে না স্বপ্ন আর বাস্তবতা।
স্থান: জমশেদ আলী কলেজ (শেরপুর)
সময়: ০২:৩০ am
তারিখ: ২৭.০৩.২০২৩
কলমে: রাকিবুল ইসলাম