গতিময় ভালবাসা

Share

গতিময় ভালবাসা

 রাকিবুল ইসলাম

চাঁদের মত সুন্দরী,পাওয়ার জন্য নানা কাহিনি
বের হবে বাসা থেকে,দাড়িয়ে থাকবো সারাক্ষণ
কথা বলো একবার,দিয়ে যাও ফেইসবুক আইডি
হ্যালো,তুমি অনেক সুন্দর প্রসংশায় পঞ্চমুখ।

আবেগে চান্দের দেশে,স্টোরি তৈরি তাকে ভেবে ভালোবাসার মাখা মাখি,মেসেঞ্জার ইমোজিতে
নানা রকম নোংরামির অভিনয়,ভিডিও কল পিকে
দেখা শেষ সময় শেষ নতুন জনের পূর্বাভাস।

চাঁদ সুন্দরীর মায়া কেটে,নতুন পরী মাথায় ঘুরুে
নতুন রুপের নতুন নেশা বুঝে না ভালবাসার মায়া
বুঝে মন অদল বদল ব্রেকআপের মাধ্যম
প্রেমের নারি বউ না রে,বউ হয় ফ্যামিলির কথাতে।

স্থান: নিজ বাড়ি (কান্দাশেরীর চর)
সময়: ০১:০২০ am
তারিখ:  ২৬.০৩.২০২৩
কলমে: রাকিবুল ইসলাম


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *