রিদম।
২০২২
হুসাইন আল কাজল
এত্তো বড়ো দুনিয়ায় কোথাও যাওয়ার জায়গা না-ই
পা বাড়ালেই- যেনো
খরা ভূমির মতো চৌচির হ’য়ে যায় পথ
লণ্ডভণ্ড হ’য়ে যায় সমস্ত প্রশ্ন,
ধ্বংস হই ঠিকানা।
প্রতিরাতে
ঘুমানোর আগে অশান্ত
নিজেকে বুঝাই,
জীবন কে
তুমি এতো ভয় পা-ও কেনো?
জীবন ;
সে-তো
ছকে বাঁধা রিদম।
হুসাইন আল
হাওয়ার বিপরীতে গিয়েও আগুন ধরে
সিগারেট জ্বলে –
লোডশেডিং এ যখন নিভে যায় সমস্ত আলো
তখন
নিজেকে জ্বালাই
বিব্রত পৃথিবীর –
দৃষ্টিহীণ কোণে।